সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটি পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ  

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ  

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার (২০ জানুয়ারি) কোতোয়ালী থানা প্রাঙ্গনে রাঙ্গামাটির প্রান্তিক পর্যায়ের দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার)।

এ সময় পুলিশ সুপার বলেন, বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙ্গামাটি পার্বত্য জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুঃস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। 

এসময় তিনি রাঙ্গামাটির বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জাহেদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ